এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলা প্রতিনিধি:।।
সুত্রঃ প্রথম বান্ধবী-যাকে আমি আমার স্বার্থপন বন্ধু বলে ডাকি! সেই প্রিয়বন্ধু কে উৎসর্গীত।
বন্ধু আমার আছো কোথায়-কোথায় তুমি থাকো,যেথায় থাকো বন্ধু তুমি-আমায় বুকে রেখো,বন্ধু তুমি আছো কই-খুঁজি তোমায় আমি,থাকো যেথায় প্রাণের বন্ধু-ভেবো তোমার আমি।
বন্ধু তুমি প্রিয় আমার-থেকো আপন চিরদিন,সুখে-দুঃখে থেকো পাশে-মুখ না করে মলিনবন্ধু তুমি আমার বন্ধু-ভেদাভেদ মোদের নাই,যেথায় থাকো যত দুরে-তোমায় বুকে চাই ।
বন্ধু ওগো আমার বন্ধু-আজন্ম তপস্যা করে,তোমার মত নিঃসার্থ বন্ধু-চাই একান্তে মর্মরে।