জি,এম আবু সাঈদ মিন্টু, খুলনা জেলা প্রতিনিধি:।।
খুলনার কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভার আয়োজন করা হয়।
আজ (২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার) বেলা ১২ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার ফয়সাল আহমেদ, অফিসার ইনচার্জ(তদন্ত) শাহ আলম, আনসার ভিডিপি অফিসার আনোয়ারা খাতুন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মামুনুর রশীদ, পল্লি বিদ্যুতের ডিজিএম কাওছার আযম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মনিরুজ্জামান।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অম্বিকা চরন সানা, সাধারন সম্পাদক দিলীপ কুমার বৈরাগী, কয়রা সদর পুজা মন্ডপের সভাপতি জগদীশ চন্দ্র মজুমদার, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু , আব্দুর রউফ, গোলাম রব্বানী প্রমুখ।
উক্ত সভায় উপস্থিত অতিথিবৃন্দ জানান কয়রা উপজেলায় মোট ৪৬ টি পুজা মন্ডপে শান্তিপুর্ন ভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয় যাতে করে কোন প্রকার অপীতিকার ঘটনা না ঘটে সেজন্য প্রশাসন কঠোর নজরদারিতে থাকবে ।