মোঃ আল আমিন, (দিনাজপুর) চিরিরবন্দর উপজেলা,প্রতিনিধি:।।
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াল ইউনিয়নের দুর্গাডাঙ্গা বাজারের পাসেই বসবাসরত ১৬ বছরের কিশোর রনি হাসদা বড় লোভনীয় লটারি জেতার প্রলোভনে নিজের জীবন অকালেই হারিয়ে ফেলেছেন স্থানীয় সূত্রে জানা যায়, রনি তার পরিবারে একটি মাত্র পুত্র সন্তান ছিলন এবং তার বাবা রবি হাসদার একমাত্র অর্থ যোগান দেয়ার অবলম্বন।
ঘটনার সূত্রপাত হয় যখন রনির কাছে এক প্রতারক নিজেকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে তাকে মোবাইল ফোনের মাধ্যমে লটারি জেতার মিথ্যা প্রলোভন দেয় প্রতারণার ফাঁদে পা দিয়ে রনি বিকাশের মাধ্যমে সেই প্রতারককে বেশ কিছু অর্থ পাঠায় সে বুঝতে পারে যে, তার পাঠানো অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে।
এবং সেই প্রতারক চক্র কে কিছুতেই ফোনে যোগাযোগ করা যাচ্ছে না এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে রনি প্রতারণার বিষয়টি বুঝতে পারার পর থেকে রনি নিঃশব্দ হয়ে যায়, এবং কাউকে কিছু না জানিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় পরিবারের সঙ্গে কোনো রকম পরামর্শ না করে এবং ভয়ে আত্মহত্যার পথ বেছে নেয় রনির এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাবাসী এমন প্রতারণার ফাঁদ থেকে সবার সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
তারা মনে করছেন, প্রযুক্তির অগ্রগতি যেমন আমাদের জীবনে সুবিধা এনেছে, তেমনি এর অপব্যবহার যুবসমাজের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এই ধরনের প্রতারণা রোধ করতে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে পরিবার ও সমাজের কাছ থেকে সঠিক নির্দেশনা এবং সাপোর্ট পেলে হয়তো এমন মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতো।
এ ঘটনার পর থেকে রনির পরিবার এবং এলাকাবাসী প্রশাসনের কাছে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে তাই এই ঘটনাটি কেবল রনির পরিবারের জন্য নয়, বরং সমাজের জন্য একটি বড় ধাক্কা ডিজিটাল প্রতারণার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং এর থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতা অত্যন্ত জরুরি বিশেষ করেবর্তমান সময়ের কিশোর ও তরুণদের এই ধরনের প্রতারণা থেকে সচেতন অত্যন্ত প্রয়োজন।
সামাজিক মাধ্যম ও ডিজিটাল যাতে আর কোনো পরিবারকে রনির পরিবারের মতো এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি না হতে হয় এ ঘটনাটি মনে করিয়ে দেয় যে, সমাজের সবাইকে আরও সাবধান হতে হবে এবং কোনো আর্থিক লেনদেনের আগে ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে যে এটা কি আসলেই ঠিক কি না।