জি,এম, আবু সাঈদ মিন্টু, খুলনা জেলা প্রতিনিধিঃ।।
খুলনায় কয়রায় পুলিশের ওপর হামলা করে অপহরণ মামলার আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তা সহ ২ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হলেন কয়রা থানার এস আই সুজিত ঘোষ, এস আই প্রনয় মন্ডল, এ এসআই আব্দুস সামাদ, কনস্টেবল আসাদুজ্জামান ও ঝর্ণা খাতুন।
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় অবস্থান করছে । কয়রা থানার পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার (২১ অক্টোবর) রাত ১০ টার দিকে কয়রা থানা পুলিশের একটি দল, কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৭৪/২৪নং একটি অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়। এ সময় উপজেলার আমাদি ইউনিয়নের কাটাখালি গ্রামের নওশের গাজীর ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি হারুনের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘর থেকে তাকে আটক করে।
আটক করে নিয়ে যাওয়ার সময় ১০/১৫ জনের একটি সংঘবদ্ধদল পুলিশের ওপর হামলা করে আসামি হারুনকে ছিনিয়ে নেয়। ঐ মামলার অপর আসামি আম্বিয়া খাতুনকে পুলিশ আটক করতে সক্ষম হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, আহত পুলিশ সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে থানায় ফিরে গেছে ।
কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, এ ব্যাপারে ৯ জনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞনামা আসামী করে কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।