আবদুল, আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি:।।
স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে বুধবার সকালে উপজেলা চত্বরে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রজত বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শভাস্কর রায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিনুর রহমান।
দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আয়েশা সিদ্দিকা,সহকারী শিক্ষক নাসিমা আক্তার প্রমুখ পরে কোমলমতি শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী অফিসার রজত বিশ্বাস হাত ধোয়ার কলাকৌশল দেখান এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আলোচনা শেষে হাত ধোয়ার প্রদর্শনীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।