নিজস্ব প্রতিবেদক।।
ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে উইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার তাণ্ডব
নিজস্ব প্রতিবেদক
গোলাপি পোশাকে দাঁড়িয়ে আছেন আম্পায়ার, মাথায় পরেছেন হেলমেট। অবশ্য হেলমেট না পরে উপায় কী! তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে যেভাবে তাণ্ডব চালাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া, তাতে নিরাপত্তার খাতিরে দর্শকদেরও হেলমেট পরলে খারাপ হয় না। সিরিজের দ্বিতীয় ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় অ্যাডিলেডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪১ রান করে অস্ট্রেলিয়া। যেখানে ৫০ বলে সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত তিনি ৫৫ বল খেলে ১২০ রান অপরাজিত থাকেন।
ম্যাচটিতে ম্যাক্সওয়েল ১২টি চার ও ৮টি ছক্কা হাঁকিয়েছেন। আর ১২০ রানের ইনিংসে অজি তারকার স্ট্রাইকরেট ২১৮ এর ওপরে। ম্যাক্সওয়েলের আগে তাণ্ডব চালিয়েছেন অধিনায়ক মিচেল মার্শ। ১২ বলে তিনি ৩ চার ও ২ ছয়ে ২৯ রান করেন। এছাড়া ১৪ বলে অপরাজিত ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন টিম ডেভিড।
এ দিন ১৯ বলে ২২ রান করেন ডেভিড ওয়ার্নার, ৬ বলে ৪ করেন জশ ইংলিস ও ১৫ বলে ১৬ রান করেন মার্কাস স্টয়নিস। আগের ম্যাচে ৮ বলে ১০ রান করা ম্যাক্সওয়েল এ দিন ধীরেসুস্থে শুরু করলেও পরে হাত খুলে উইন্ডিজের বোলারদের শাসন করতে থাকেন। তার সামনে রীতিমতো অসহায় হয়ে পড়েন জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েলরা।
প্রথম ম্যাচে ২১৩ রান করে অস্ট্রেলিয়া জয় পেয়েছিল ১১ রানে। এবার জয় পেলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে অজি বাহিনীর।