মোঃ কামরুল ইসলাম (চাঁদপুর) সদর উপজেলা প্রতিনিধি:।।
চাঁদপুর সদর উপজেলার ১০১ নং দক্ষিণ বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি ও সহকারী শিক্ষক শাহিনা বেগম এর অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয়ে এই বিদায় অনুষ্ঠান হয়েছে। এতে সংবর্ধিত অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আলী আহম্মেদ পাটওয়ারী, বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সংগীতা পাল,সহকারী শিক্ষক আবু জাফর,তানিয়া আক্তার ও নূরজাহান আক্তার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সুলতান মাহমুদ,নূরু মাঝি সহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা।
এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন মৃণাল কান্তি স্যার সাত থেকে আট বছরে এলাকায় সবার মনের ভেতর জায়গা করে নিয়েছেন। শাহিনা ম্যাডাম এখানে প্রায় ৩০ বছরের মতন ছিলেন ওনাকে এলাকার সবাই চিনে শাহিনা আপা হিসেবে। ওনি অনেক ছাত্রছাত্রীদের মা মেয়ে বাবা ২ জনকে পড়াইছেন।ওনি এলাকায় সর্বগ্রহণযোগ্য ছিলেন।এই ইস্কুলের উন্নয়নে ম্যাডামের ভূমিকা অনস্বীকার্য।
এ-সময় সংবর্ধিত অতিথি সবার কাছে দোয়া প্রার্থনা করেন, যাতে অবসরকালীন জীবন সুন্দর সুস্থভাবে কাটাতে পারেন।