মোঃ সেলিম মিয়া, স্বাধীন ৭১।।
শীতের শুস্কতায় ঝড়ে পড়ে
মোঃ আবুল কালাম আজাদ
তারিখ:- ০৫/০২/২০২৫ খ্রিঃ
শীতের শুস্কতায় ঝড়ে পড়ে
সকল বন বৃক্ষের পাতা,
আবার নতুন পাতা ফুলে
সেজে ওঠে বৃক্ষ তরু লতা।
প্রকৃতিতে শীত যেন
ডেকে ডেকে বলে,
আয় আয় বসন্ত
সোনার বাংলায় চলে।
সেজে ওঠ শীমুল পারুল
হাসনাহেনার ডাল,
আসছে সোনার বাংলায়
সুখ বসন্ত কাল।
প্রকৃতিতে শীত শেষে আসবে
সুখের বসন্ত কাল,
বাহারি সাজে সাজবে বাংলার
সকল ফুলের ডাল।
যা শীত জালা দিয়ে
সামনে আসবে বসন্ত।
ফুলে ফুলে রঙিন হবে
এই ধারায় দিগন্ত।
আমি অধম নাদান কালাম
ডাকি আয়রে বসন্ত,
আল্লাহ তুমি দুনিয়া টাকে
করে দেও শান্ত।