জি,এম,আবু সাঈদ মিন্টু,স্টাফ রিপোর্টার:।।
আজ (০৭ জানুয়ারি) শুক্রবার খুলনার কয়রা থানার আমাদি এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
কয়রা থানা পুলিশের এ বিশেষ অভিযান আজ ০৭ ফেব্রুয়ারি দুপুর ২টায় আমাদি কালি বাড়ি মন্দিরের সামনে থেকে ওসমান আলী সানা পিতা: মৃত ওয়াহেদ আলী সানা,সাং আমাদি, থানা: কয়রা, জেলা: খুলনা-কে হাতেনাতে আটক করেন।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি,এম ইমদাদুল হকের তত্ত্বাবধানে, এস আই রাজেত ও তার সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ও আইনি ব্যবস্থা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।তাকে দ্রুত আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসারে কয়রা থানার মাদকবিরোধী কঠোর অবস্থানের কারণে এই অভিযান পরিচালনা হয়েছে।