মোঃ সেলিম মিয়া, স্বাধীন ৭১।।
বোনের পাখি শান্তি খোঁজে
মোঃ আবুল কালাম আজাদ
তারিখ:- ০৯/০২/২০২৫ খ্রিঃ
বোনের পাখি শান্তি খোঁজে
মানব কুলের মাঝে,
তাই বুঝি আজ প্রাণ প্রকৃতি
নতুন রুপে সাজে।
এই যে দেখি অবুঝ পাখি
মানব কাঁধে বসে,
মনের সুখে শান্তি খোঁজে
হৃদয় ভরে হাসে।
অবোলা অবুঝ চড়ৌই পাখি
বোল মেনে পোশ মানে,
সৃষ্টি সেরা মানব জাতির
কল্যাণ আর সম্মানে।
তাই অধম কালাম কাব্যিক
মনে কাব্য রচে চলি,
তোমার সৃষ্ট সবাই কে আল্লাহ
শান্তি সুখে রেখ তোমায়
বিনয় করে বলি।