মোঃ সেলিম মিয়া, স্বাধীন ৭১।।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামে ক্রিকেট খেলার কেন্দ্র করে বাগবিতণ্ডার এক পর্যায়ে বন্ধু কে বেধরম মারপিটের পর মাথা ফাটিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে গত ১২ ফেব্রুয়ারী বুধবার দীঘলটারী গ্রামের মাঠে বন্ধুরা মিলে একসাথে ক্রিকেট খেলার সময় খেলার ব্যাট নিয়ে কথা কাটাকাটি হয় ইব্রাহিম হোসেন( ১৮) এর সাথে।
কথা কাটাকাটির এক পর্যায়ে ময়েন (২০) ও তার বড় ভাই লিমন (২২) দুজন মিলে এক সাথে ইব্রাহিমকে ধরে মাটিতে ফেলে তাদের হাতে থাকা ব্যাট ও স্ট্যাম্প দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে উপুর্যুপরি মারধর করতে থাকে।
সেখানে থাকা অন্য খেলোয়াড় সোহাগ (১৭) এনামুল (১৭) তাদেরকে বাধা দিতে গেলে মাটিতে পড়ে থাকা ইব্রাহিম কে বাদ দিয়ে তাদের দিকে তেড়ে আসে লিমন ও ময়েন, মারের ভয়ে সোহাগ ও এনামুল সেখান থেকে সড়ে গেলে পুনরায় ইব্রাহিম কে মারা শুরু করে।
একসময় তারা মারধর বন্ধ করলে ইব্রাহিম টেনে হিঁচড়ে তার বাড়ীর দিকে যেতে থাকে কিছুদূর গেলে , লিমন ও ময়েন দৌড়ে এসে পুনরায় মারধর শুরু করে।
মারধরের একপর্যায়ে ইব্রাহিম এর মাথা ফেটে ফিকনি দিয়ে রক্ত বের হতে দেখে ময়েন ও লিমন ইব্রাহিমকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়।
অভিযুক্ত লিমন ও ময়েন একই গ্রামের মোঃ নুর আমিন এর ছেলে।
সন্ধ্যা ৬ টার দিকে ইব্রাহিম বাবা মোঃআজাহার আলী ছেলে আহতের খবর শুনতে পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে সার্জারি বিভাগে ভর্তি করান।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তার মাথার ক্ষত গভীর হওয়ায় সেখানে সাতটি সেলাই পড়েছে। তার শরীরের অধিকাংশ জায়গায় মারের আঘাতে রক্ত জমাট বেধে আছে।
এ বিষয়ে দীঘলটারী-৫ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ আশরাফুল আলম, স্বাধীন৭১ কে জানান লোকমুখে ঘটনার কথা শুনেছি তবে কেউ কোন প্রকার অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নিবো।