মোঃ সেলিম মিয়া, স্বাধীন ৭১।।
মোদের গর্ব মোদের আশা
মোঃ আবুল কালাম আজাদ
তারিখ:- ২০/০২/২০২৫ খ্রিঃ
মোদের গর্ব মোদের আশা
আমরি বাংলা ভাষা,
এই ভাষাতেই লিখন লিখি
মনে নিয়ে সুখের আশা।
বায়ান্নতে পেয়েছি বাংলা ভাষা
বুকের তাজা রক্ত দিয়ে,
অটুট রাখব বাংলা ভাষা
মেধা মননে নিয়ে।
ছালাম রফিক শফিক
জব্বার বরকত কতজনে,
বিনম্র শ্রদ্ধা আর শত সালামে
স্মরণ করি আমরা জনে জনে।
আমি অধম নাদান কালাম আল্লাহ
বাংলা কাব্য রচে চলি,
সোনার বাংলায় শান্তি সুখ দেও
হে-আল্লাহ তোমায় বিনয় করে বলি।