মাটি মামুন রংপুর :।।
রংপুর মহানগর তাজহাট থানা কর্তৃক দেশীয় অস্ত্রসহ দুইজন ছিনতাইকারী আটক করেছেন তাজহাট থানা পুলিশ।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়
রংপুর কারমাইকেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষ ছাত্র মনিরুল ইসলাম মিরান (২৩)।
১৯ শে ফেব্রুয়ারি ২০২৫ বুধবার দিবাগত ফজরে বাসযোগে ঢাকা হইতে ফেরার পথে রংপুর মডার্ণ মোড়ে নেমে অজ্ঞাত ভারতীয় নাগরিক সত্যম সহ একই রিক্সা করে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আশা এনজিও এর আঞ্চলিক কার্যালয়ের সামনে আসামাত্র রিক্সার সামনে তিনজন মটরসাইকেল আরোহী পথ রোধ করে তাদের হাতে থাকা গরু জবাই করা বড় ছোরা দ্বারা ভয়ভীতি দেখিয়ে মনিরুল ইসলাম মিরানের কাছ থেকে ০২ (দুইটি) ফোন,কাপড়ের ঘাড় ব্যাগ, মানিব্যাগ, মানিব্যাগে থাকা নগদ(তিন হাজারদুইশত)টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়।
এসময় ভারতীয় নাগরিক সত্যম‘কে
ছিনতাইকারী মধ্যে একজন তার হাতে থাকা গরু জবাই করা ছোরা দ্বারা মাথার বাপ পাশে কপালের উপরে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং তার নিকট থাকা ০১ (এক) টি আইফোন ১৩ মিনি মডেলের স্মার্ট ফোন, একটি মানিব্যাগ, মানিব্যাগে থাকা নগদ (এক হাজার দুইশত) টাকা ও ভারতীয় ড্রাইভিং লাইন্সেস পেনকার্ড, এটিএম কার্ড, কলেজের স্টুডেন্ট আইডি, জোরপূর্বক ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে তারা চলে যায়।
পড়ে ভুক্তভোগীরা তাজহাট থানায় এসে অভিযোগ করে।
অভিযোগের ভিত্তিতে তাৎক্ষনিক ব্যাপক পুলিশি অভিযান পরিচালনা করে নিউ আদর্শপাড়া,কামারপাড়া এলাকার মৃত -গাউছুল হক এর পুত্র ১- আল শাহরিয়ার সাহস (২৬)।
আলমনগর পীরপুর এলাকার শাহীন হোসেনের পুত্র ২-নিলয় হোসেন তনু (২৭) গ্রেফতার করে তাজহাট থানা পুলিশ।
গ্রেফতারের পরে তাদের থেকে ছিনতাইকৃত মালামাল
১। আইফোন ১৩ মিনি ১টি,
২। স্মার্ট মোবাইল ফোন ১ টি,
৩।মানিব্যাগ ১টি এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত গরু জবাই করা ছোরা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।