মানিক হোসেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:।।
ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস কার্যক্রমের অংশ হিসেবে দিত্বীয় দিনের মতো পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
সোমবার (২৪ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আমবাগান, অনুষদ ভবন প্রঙ্গণ, রবীন্দ্র- নজরুল কলা ভবন এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনের রাস্তাসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গা পরিষ্কার করেন নেতাকর্মীরা।
এসময় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ নুরুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র নেতা মুক্তাদির, রোকন ও উল্লাসসহ সংগঠনটির অর্ধশতাধিক নেতাকর্মীরা।
সংগঠনটির সদস্য নুর উদ্দিন বলেন, ক্লিন এবং সবুজের সমারোহ ক্যাম্পাস করার কার্যক্রমের আজ দীতিয় দিন কিন্তু শেষ দিন নয়। সারাবছরই আনাদের ক্লিন ক্যাম্পাস কার্যক্রম চলবে। প্লাস্টিক এবং পলিথিন জাতীয় আবর্জনা দীর্ঘস্থায়ীভাবে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করে। সাধারণ শিক্ষার্থীদের কাছে আমাদের অনুরোধ তারা যেন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে।
অভিযান শেষে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, নিরাপদ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের অঙ্গীকার। ৫ আগষ্ট জুলাই অভ্যুথানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এসেছে, আমরা সেই পরিবর্তনের অংশিদার। জুলাই অভ্যুথানে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে পাশে আছি এবং থাকবো। আমাদের কর্মসূচি ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্নতা অভিযান দুই দিনব্যাপী ছিল আজকে শেষ দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে ধাপে ধাপে এই কর্মসূচি চালিয়ে যাবো। আমতলায় একুশে বইমেলা হয়েছিল যেখানে অনেক আবর্জনা ছিল এটা আমরা পরিষ্কার করেছি, এছাড়া রবীন্দ্র নজরুল কলা ভবন ও ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি।
এর আগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ডায়না চত্বর, ঝাল চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গা পরিষ্কার করেন নেতাকর্মীরা।