মানিক হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট সংঘটিত বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের প্রেক্ষিতে উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ইবির জিয়া পরিষদ অত্যন্ত মর্মাহত এবং গভীর উদ্বেগ প্রকাশ করছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষার পবিত্র স্থানে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে উদ্ভূত সকল সমস্যার সমাধান সম্ভব ছিল। সেখানে কোনো আলোচনায় না গিয়ে উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্চিত এবং পরবর্তীতে তার বাসভবনে হামলা করা একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। আমরা এ হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষীদের বিরুদ্ধে অনতিবিলম্বে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকল পক্ষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সরকারের কাছে কর্মক্ষেত্রে শিক্ষকদের প্রসাশনিক দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোড় দাবি করছি।