নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:।।
নারী দিবসে পরিচিত নারীদের অবদানকে কুর্নিশ জানানোর দিন। জল ছাড়া যেমন জীবন অচল, তেমনই নারী ছাড়া অচল একটা সভ্যতা ও সমাজ। তাই নারীদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস।
আজ ৮ মার্চ কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’। দিবসটি উপলক্ষে সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গনে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন দীর্ঘ মানববন্ধন করেছে। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাহবুবুর রহমান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতন, সমকাল প্রতিনিধি মোস্তফা কামাল, জেলা মহিলা পরিষদ সভাপতি অ্যাডভেকেট মায়া ভৌমিক, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, ব্র্যাক জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, পপির জেলা সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম, সনাক সভাপতি ম.ম জুয়েল, সনাক কর্মকর্তা অধ্যাপক আব্দুল গণি প্রমুখ। সঞ্চালনা করেন জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদ।