ইমন চৌধুরী স্টাফ রির্পোটারঃ।।
গাজীপুর মহানগরীর ডুয়েট গেট এলাকায় অবস্থিত এলটেক অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুনের সূত্রপাত
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার পাউডার কোটিং সেকশনের ওভেনের একজস্ট থেকে স্ফুলিঙ্গের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সিলিং হয়ে পুরো শেডে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়দেবপুর ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কারখানার একটি বড় অংশ আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রমিক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত কারখানা থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
এ ধরনের ঘটনা প্রতিরোধে কারখানাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ও নিয়মিত পরিদর্শনের দাবি জানানো হয়েছে।