মোঃ কামরুল ইসলাম, স্ট্যাফ রিপোর্টারঃ।।
"সিপিআই এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন" এর আয়োজনে
১৯ মার্চ ২০২৫ ইং (১৮ রমজান) রোজ বুধবার, আইডিইবি ভবনের (সোস্যাল গার্ডেন-১) হলরুমে সিপিআই এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য, উদ্দেশ্য ও রোজার নানা ধরনের কল্যাণকর দিক সম্পর্কে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিপিআই এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায়,উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন।
আলোচনা করেন উপদেষ্টা পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা নাজিমুজ্জামান হাবলু, সহ-সভাপতি স্বপন কুমার ভৌমিক, প্যারাডাইজ ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন ভূইয়া।
শান্তিনিবাস প্রোপ্রাটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সাধারণ সম্পাদক মো:আবুল কাশেম, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজক কমিটির আহ্বায়ক কামরুজ্জামান কনক, সংগঠনের সহ সভাপতি রবিউল আলম উজ্জল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির প্রিন্স,জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহকারী প্রকৌশলী ও অর্থ সম্পাদক ইঞ্জিঃ মাসুদ রানা, ইঞ্জিনিয়ার এমরান হোসেন,
এসময়ে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি ইঞ্জিঃ নেছার পাটোয়ারি, মাহবুব শরিফ, ইঞ্জিঃ শিহাব, ইঞ্জিঃ মিশকাত, ইঞ্জিঃ মাঈনুল হোসেন, ইঞ্জিঃ মান্নান মোল্লা, ইঞ্জিঃ শাহজাহান মজুমদার ও ইঞ্জিঃ মিঠু। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হোসেন ভুইয়া।
আলোচনা শেষে ইফতারের পূর্ব মূহুর্তে সকল প্রাক্তন এবং বর্তমান ছাত্র/ছাত্রী এবং শিক্ষকদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।