মোঃ সাইফুল ইসলাম,হাইমচর উপজেলা প্রতিনিধিঃ।।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আজম খান সার্বিক তত্ত্বাবধানে হাইমচর উপজেলা যুবদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সদর আলগী বাজারে উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাবেক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওহাইমচর উপজেলা ছাএদলের যুগ্ম আহব্বায়ক সরদার নুরে আলম জিকুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রহমান কবিরাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মহসিন মিয়া কিশোর, চরভৈরবী ইউনিয়ন বিএনপি'র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জিন্নাহ কবিরাজ, উপজেলা যুবদল সদস্য আলমগীর হোসেন আসিফ, উপজেলা ছাত্রদল নেতা আল আমিন।
বক্তারা বলেন, আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে। আমাদের সকলের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
তারা আরো বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি আমাদের অনুপ্রেরণা, আমাদের আশা ও ভরসার প্রতীক। তার নেতৃত্বেই বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে। আজ তিনি অসুস্থ, তাই আমাদের সকলের দায়িত্ব তার পাশে থাকা, তার জন্য দোয়া করা।
আমরা বিশ্বাস করি, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তার সুস্থতা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি।
এ সময় হাইমচর উপজেলা তাঁতি দলের সভাপতি অলি উল্ল্যাহ ছৈয়াল, সেক্রেটারি আব্দুল কাদির বেপারী, যুবদল নেতা ফারুক পেদা, মুক্তার দেওয়ান, দক্ষিণ আলগি ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি নাসির সর্দার, যুবদল নেতা আল আমিন রনি, উপজেলা ছাএদলের সাবেক যুগ্ম আহব্বায়ক মহসিন সরদার, যুবদল নেতা হোসেন ছৈয়াল, ছাত্রদল নেতা দেলোয়ার বেপারী, হাসান চৌকিদার, কলেজ ছাত্রদল নেতা সিয়াম আখন, মিরাজ হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাইমচর থানা মসজিদের খতিব হযরত মাওলানা ইউসুফ মিয়া।