মোঃ সেলিম মিয়া স্বাধীন ৭১।।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রতিদিনই সারা দেশের বিভিন্ন স্থানে জনসাধারণের জান-মাল রক্ষার পাশাপাশি, বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকান্ড করে নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করছেন।
এরই ধারাবাহিকতায় আজ ২৬শে মার্চ বুববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ০১ প্লাটুনের শিফট ইনচার্জ আলফার দায়িত্বে থাকাকালীন অবস্থায় আনুমানিক সকাল ১১:০০ টার সময় বাংলাদেশ বিমান যোগে এক যাত্রী দুবাই থেকে বাংলাদেশ এ আসে।
নাম : ইয়াছিন, জেলা : নরসিংদী। সেই যাত্রী বিমানবন্দর সকল কার্যক্রম শেষে বহুতল কার পার্কিং দিয়ে দুপুর ০১ : ০৭ এ বের হয় এবং বহুতল কার পার্কিং এ তার হাতের একটি ব্যাগ রেখে যায়।
তার ব্যাগে ছিলো পাসপোর্ট, একটি মোবাইল কানেক্ট ঘড়ী, তার মেয়েদের জন্য আনা তিন জোড়া জুতা, ছেলের জন্য আনা ০৩ টি এয়ারপর্ট, তার গায়ে দেওয়া একটি জেকেট।
পরবর্তীতে দুপুর ০২:২০ মিনিট এ যাত্রী বহুতল কার পার্কিং এ এসে ব্যাগ খুজতে থাকলে , উক্ত কার পার্কিং এ ডিউটি করা কার গাড়ী স্টাফরা অফিস এ পাঠিয়ে দিলে।
দায়িত্বরত শিফট ইনচার্জ মোঃ আব্দুর রউফ তার পরিচয় ও মালের বিবরণ নিশ্চিত করে তার মালামাল তার কাছে বুঝিয়ে দেয়।