মাটি মামুন রংপুর।।
রংপুরে অপহরণের ৪ ঘন্টার মধ্যে (চার) শিশু উদ্ধার সহ আদুরী বেগম (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয় রংপুর মেট্রোপলিটন পুলিশ।
২৮ শে মার্চ ২০২৫ শুক্রবার রংপুর মহানগর হারাগাছ থানাধীন ৭নং ওয়ার্ড তপোধন এলাকা থেকে চার শিশু হারিয়ে গেলে তাৎক্ষনিক সংবাদটি পায় রংপুর মেট্রোপলিটন পুলিশ।
বিষয়টি অবগত হওয়ার পর পুলিশ কমিশনার নির্দেশে গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং কোতয়ালী মেট্রো থানা তত্বাবধায়নে নগরীর সকল মোর, বাসস্টান্ড,রেলওয়ে স্টেশন সহ গুরুত্বপূর্ণ সকল যায়গায় চেকপোষ্ট বসিয়ে তল্লাসি অভিযান চালায়, এসময় রংপুর রেলওয়ে স্টেশনে সন্দেহজনকভাবে একটি মহিলা কে (চার) জন শিশু সহ আটক করেন পুলিশ।
পরবর্তীতে হারিয়ে যাওয়া শিশুদের সাথে তাদের মিল পাওয়া যায়। তাৎক্ষনিকভাবে রংপুর মেট্রোপলিটন পুলিশ ওই মহিলা সহ (চার) শিশু কে নিজ হেফাজতে নিয়ে শিশুদের পরিবারের সাথে যোগাযোগ করলে তাদের পরিবার এসে তাদেরকে সনাক্ত করে। প্রাপ্ত শিশুদেরকে তাদের পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হয়।
উক্ত ঘটনাস্থলে আটককৃত আদুরী বেগম (৩৫) কে অপহরণ মামলায় গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। উক্ত ঘটনায় মোঃ মজিদ আলী বিপিএম,পুলিশ কমিশনার আরপিএমপি,সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, এই মামলাটি তদন্তাধীন আছে অনুসন্ধান ও অব্যাহত রয়েছে।এর পেছনে জড়িতদের দ্রত গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।