জুয়েল খান, মোংলা প্রতিনিধি:।।
সুন্দরবনের "আন্ধারিয়া" খাল থেকে একটি মৃত বাঘ উদ্ধার। ৩০ এপ্রিল (মঙ্গলবার) বিকেল ৪ টার দিকে সুন্দরবনের জোংড়া ফরেস্ট অফিস সংলগ্নে জোংড়া খালের মুখে একটি প্রাপ্ত বয়স্ক বাঘ কে ভাসতে দেখা যায়। তাতখনিক জোংড়া ফরেস্ট অফিস এর কর্মকর্তা ও কর্মচারীরা মৃত বাঘটিকে উদ্ধার করেন।
বাঘটি এই প্রোচন্ড গরমের কারণে, নাকি অন্য কোন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তা জানা যাইনি। মরার কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান বনবিভাগ।
সুন্দরবন পূর্ব-বনবিভাগ চাঁদপাই রেঞ্জের (মোংলা) সহকারী বনসংরক্ষক রানা দেব জানান, ধারণা করা হচ্ছে, প্রাপ্ত বয়স্ক বাঘটি ৬-৭ দিন আগে মারা গেছে। গায়ের চামড়া পচন ধরে লোম জরে পড়ে গেছে। মৃত বাঘটি উদ্ধারের পরে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নেয়া হয়। সেখানে নিয়ে বাঘটির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের কাজ শুরু করে প্রানিসম্পদ কর্মকর্তারা ও বনবিভাগ।
করমজলের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভার-প্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, বাঘটির মৃত্যুর কারণ জানতে, মরদেহের কলিজা,দাঁতের লালা, মাংস ও চামড়াসহ লোম সংরক্ষণ করা হচ্ছে।
এসব নমুনা প্রানিসম্পদ দপ্তর ও ঢাকায় বনবিভাগের প্রধান কার্যালয়ের বিশেষজ্ঞরা পরিক্ষা-নিরিক্ষা করবেন। এর পরে জানা যাবে বাঘের মরার কারণ।