মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর জেলা প্রতিনিধি:।।
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ১০নং ছোট লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়, এতে সকল শিক্ষক ও সকল অভিভাবক প্রার্থীদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সবাই নজরুল ইসলাম রনি কে সভাপতি হিসেবে মনোনীত করেন।এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন রনি ভাই একজন সৎ ও তরুণ সমাজসেবক, তার সাথে আমরা কাজ করলে ইনশাআল্লাহ বিদ্যালয়ের উন্নয়ন হবে।
নতুন সভাপতি নজরুল ইসলাম রনি বলেন বিদ্যালয়ের যেভাবে চললে পড়াশোনার উন্নয়ন হবে আমি সেভাবেই শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারের সাথে আলোচনা করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ওয়াশিম পাটওয়ারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নজরুল ইসলাম রনি কে সভাপতি নির্বাচিত করায়, তিনি কমিটির সকল সদস্য ও সকল শিক্ষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।