শাহিনুর রহমান আকাশ,(রাজশাহী) দুর্গাপুর উপজেলা প্রতিনিধি:।।
অসহায়দের পাশে থাকা তাদের সার্বিক সহযোগিতা করার জন্য ২০২০ সালে গঠন করা হয় মোহাম্মদপুর যুব গ্রাম উদ্দ্যোক্তা পরিষদ। ঐক্য উদ্যোগ অগ্রগতি এই স্লোগানকে সামনে রেখে এই পরিষদটি এগিয়ে যাচ্ছে সামনের দিকে।
মোহাম্মদপুর যুবক গ্রাম উদ্যোক্তা পরিষদ সারা দেশে প্রচার ও বিস্তারের লক্ষ্যে আজ ১৪/৫/২০২৪ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রচার কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে দেশ চ্যানেলের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি ও ব্যবসায়ী এজাজুল মুন্না আগুন কে ।
তিনি এই পরিষদের সম্পর্কে বলেন মোহাম্মদপুর যুবক উদ্যোক্তা পরিষদ গঠনের পর থেকে প্রতিবছর নানা ধরনের কর্মসূচি গ্রহণ করে আসছে ।
অসহায়দের মাঝে প্রয়োজনীয় দ্রব্য বিতরণ, প্রতিবছর ইফতার সামগ্রী বিতরণ, এবং বিভিন্ন খেলাধুলায় কোমলমতি শিশুদের খেলার সামগ্রী দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে এই পরিষদটি ।
আজ কমিটি গঠন কলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মহানগর হোসেন শান্ত, মাহমুদুল হাসান , সোহাগ ইসলাম , নাসির প্রামাণিক , আবু সাঈদ , আহসান হাবিব , জাকারিয়া সুমন , এস ডি হাসান , মিলন রহমান , সহ কেন্দ্রীয় কমিটির সকল সদস্যবৃন্দ ।
পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মহাতাব হোসেন শান্ত বলেন আমরা প্রতিবছর নানা ধরনের গ্রহণ করে থাকি। সামনে ঈদ উল আযহা, ঈদুল আযহা কে ঘিরে আমরা নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করেছি।
পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান বলেন কমলমতি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে প্রতি বছর আমরা খেলাধুলার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকি এ থেকে তাদের মানসিক বিকাশ ঘটছে পাশাপাশি মাদক থেকে তারা দূরে থাকতে পারছে ।
সংস্থাটির একাধিক সদস্যের সাথে কথা বললে তারা জানান এই পরিষদ গঠনের পরিকল্পনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ডাক্তার মোঃ আক্তার হোসেন বাবু, তার স্মৃতি ধরে রাখতে প্রতিবছর এই পরিষদ অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করে থাকেন ।
মোহাম্মদপুর যুব উদ্যোক্তা পরিষদ পরিচালনার জন্য দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন সকলের ।