মোঃ শাহিনুর রহমান আকাশ, রাজশাহী দুর্গাপুর প্রতিনিধি:।।
হাজারো কৃষকের স্বপ্ন পুড়ে ছাই। কিছুতেই যেন থামছে না অজ্ঞতা কারণে রাজশাহী দূর্গাপুর উপজেলার পান বরজের আগুন। আজ বিকেল ছয় ঘটিকার সময় রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ১ নং নওপাড়া পয়গ্রাম ও গোপালপুর চাঁড়াল পুকুর পাড়,বড় মাঠের পান বরজে অজ্ঞত কারণে আগুন লেগে প্রায় কোটি টাকার ঊর্ধ্বে ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান পয়গ্রামের মোঃ দায়েমের ছেলে মোঃ শহিদুল ইসলামের পান বরজ হতে অজ্ঞাত কারণে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজন পান বরজে আগুন দেখতে পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে স্থানীয় কৃষকের সন্তানের মত আদর যত্নে গড়া আয় ইনকামের উৎস, মহামূল্যবান ও স্বপ্নের পান বরজ পড়ে ছাই। এই আগুনে পান চাষী মোঃ শহিদুল ইসলামের ১৮ কাঠা, মোঃ মিঠনের ১২ কাঠা, রফিকের ৫ কাঠা,আজমের ৫ কাঠা, রহিদুলের ৯ কাঠা, আইয়ুবের ১৫ কাঠা, ইসলামের ১৮ কাঠা, আয়েজের ১৫ কাঠা, হাবিবুরের ১৫ কাঠা, রানার ১০ কাঠা, হামেদের ১০ কাঠা, কামালের ১৪ কাঠা, জিয়ারুলের ১৮ কাঠাসহ, প্রায় ২৫ থেকে -৩০ জন পান চাষীর প্রায় ২০ থেকে ২৫ বিঘার জমির পান বরজ পুড়ে যায় ।
এতে করে স্থানীয় পান চাষীরা প্রাথমিকভাবে ধারণা করছেন প্রায় এক কোটি টাকার উর্দ্ধে ক্ষয় ক্ষতি হয়েছে। এই অগ্নিকাণ্ডের।
সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন। পুঠিয়া দুর্গাপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল ) মোঃ রাজিবুল ইসলাম, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ খাইরুল ইসলাম।
এক নং নওপাড়া ইউনিয়ন বিড অফিসার, এস আই কামরুজ্জামান সহ, পুলিশের গোয়েন্দা শাখা ডিএসবির উপ-পরিদর্শক ( SI) হাসমত আলী, ডিএসবি খোরশেদ, ডিএসবি আল আমিন, সঙ্গী ফোর্স।
এএস সময় অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম ক্ষতিগ্রস্ত পান চাষীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে, কথা বলেন। আপাতত এলাকায়র।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে আছে বলে জানান তিনি। এসময় এক নং নওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি উপস্থিত ছিলেন।