নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:।।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফুটবল ২০২৩ -২৪ মৌসুমের নিজেদের শেষ ম্যাচটি শেখ জামাল ধানমন্ডি কে হারিয়ে জয় তুলে নিলো, পুরান ঢাকার জায়েন্ট রহমতগঞ্জ এম এফ এস।
লীগের ১৮ তম রাউন্ডে ২৯ (মে -২৪) বীর শেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম মুন্সিগন্জে নিজেদের হোমে, শেখ জামাল ধানমন্ডি ক্লাব কে ২-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিলো রহমতগঞ্জ এম এফ এস ।
খেলায় প্রথম হাফে গোল শূন্য ড্র হওয়ায় দ্বিতীয় হাফের শুরুতেই গোলের জন্য মরিয়া হয়ে উটে দুই দল,কিন্তুু ম্যাচে প্রথম সাফল্য পায় রহমতগঞ্জ ৪৯ মিনিটে ইনোটিং এর গোলে এগিয়ে যায় পুরান ঢাকার দল। শেখ জামাল পাল্টা আক্রমণে উঠার চেষ্টা করলে ডিফেন্ডিংয়ে আটকে যারা তারা, অন্য ম্যাচে ৭০ মিনিটে পেনাল্টি থেকে দারুণ একটি গোল করে দলের জয়ের কাছাকাছি নিয়ে যায়।
লীগে ১৮ ম্যাচ খেলে ১০ টি ড্র, ৬ হার এবং দুই জয়ে পয়েন্ট টেবিলের ৯ নবম স্থানে থেকে ২০২৩-২৪ মৌসুমের খেলা শেষ করলো রহমতগঞ্জ এম এফ এস। অন্য দিকে শেখ জামাল ১৮ খেলায় ৪ জয়, ৫ ড্র এবং ৯ হারে পয়েন্ট টেবিলের ৮ নম্বর স্থানে থেকে মৌসম শেষ করলো।
ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন মিশরীয়ান মিডফিল্ডার মোস্তাফা