জি,এম আবু সাঈদ মিন্টু, খুলনা জেলা প্রতিনিধি:।।
খুলনার কয়রা উপজেলার দক্ষিণবেদকাশীর মাটিয়া ভাঙ্গা গ্রামের বাসিন্দা মোহাম্মদ গাজীর ছেলে এনায়েত গাজী (৩৫) ও ঘড়িলাল বাজারের আল আমিন গাজীর ছেলে নাজমুল( ৮)গাবুরা থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু।
বরণ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই দুজন মারা যায় । স্থানীয় সূত্রে জানা যায় যে আরো একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এই মৃত্যুর ফলে শোকসন্তপ্ত পরিবারের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।