জি,এম আবু সাঈদ মিন্টু, খুলনা জেলা প্রতিনিধি:।।
খুলনার যোগীপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আরিফ হোসেন (৪০) কুয়েট এলাকার আমির হোসেনের পুত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন,সোমবার ২৪ শে জুন দিবাগত রাত্রে কুয়েত পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানাই রাত সোয়া ১১ টার দিকে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন কুয়েট পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা একটি কালো রঙের মোটরসাইকেল করে।
হেলমেট পড়ে এসে এলোপাতাড়ি ভাবে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে তার মাথার বাম কানের পাশে ও বুকে ও বাম বগলের নিচে গুলি লাগে,পরে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলেক।
র্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খানজাহান আলী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন ১১ টার পর কুয়েট পকেট গেট এলাকায় আরিফ হোসেন নামে এক ব্যক্তি সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে।