শুধু তের চৌদতেই কি ভালোবাসা হয়?
মোঃ আবুল কালাম আজাদ
তারিখ:- ১৩/০২/২০২৫ খ্রিঃ
শুধু তের চৌদতেই কি
ভালোবাসা হয়?
না ভালোবাসা দিন মাস বছর
আর যুগে যুগেই রয়।
ভালোবাসা কখনো
ক্ষণ হিসেবে হয় না,
ভালোবাসিয়াদের মনে কভু
সিংহসা দেস রয়না।
তাই আসুন সবাই ভালোবাসায়
ভালোবাসে ভরে দেই দেশ,
ভুলে যাই মন থেকে সকল
হিংসা জেদ ক্রেশ।
অধম কালাম কাব্যিক
মনে কাব্য রচে চলি,
ভালোবাসে সুখে রেখ আল্লাহ
তোমায় বিনয় করে বলি।