ঢাকা | বঙ্গাব্দ

ভালোবাসা কি শুধু তেরো চৌদ্দতেই তেই হয়?

  • আপলোড তারিখঃ 13-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 191787 জন
ভালোবাসা কি শুধু তেরো চৌদ্দতেই তেই হয়? ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

শুধু তের চৌদতেই কি ভালোবাসা হয়?

মোঃ আবুল কালাম আজাদ 

তারিখ:- ১৩/০২/২০২৫ খ্রিঃ 


শুধু তের চৌদতেই কি 

ভালোবাসা হয়?

না ভালোবাসা দিন মাস বছর 

আর যুগে যুগেই রয়।

ভালোবাসা কখনো 

ক্ষণ হিসেবে হয় না,

ভালোবাসিয়াদের মনে কভু 

সিংহসা দেস রয়না। 

তাই আসুন সবাই ভালোবাসায় 

ভালোবাসে ভরে দেই দেশ,

ভুলে যাই মন থেকে সকল 

হিংসা জেদ ক্রেশ।

অধম কালাম কাব্যিক 

মনে কাব্য রচে চলি, 

ভালোবাসে সুখে রেখ আল্লাহ

তোমায় বিনয় করে বলি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর