ঢাকা | বঙ্গাব্দ

ভালোবাসায় ভালোবেসে মোঃ আবুল কালাম আজাদ

  • আপলোড তারিখঃ 14-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 190036 জন
ভালোবাসায় ভালোবেসে  মোঃ আবুল কালাম আজাদ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভালোবাসায় ভালোবেসে

মোঃ আবুল কালাম আজাদ 

তারিখ:- ১৪/০২/২০২৫ খ্রিঃ


ভালোবাসায় ভালোবেসে 

সুখী হয় কে?

তবু ভালোবাসা দিবস আসে 

দিন ক্ষণ দেখে।


ভালোবাসায় ভালোবাসে 

সুখে নাই কেউ,

ক্ষণে ক্ষণে আসে মনে 

অশান্তির ঢেউ।


তবু ভালোবাসা বাসি 

এতোটাই প্রিয়,

যেন সবকিছুর চাইতে 

আজ ভালোবাসাই শ্রেয়।


তারপরেও ভালোবাসা 

যুগে যুগে ছিল আছে রবে,

তাই ভালোবাসার প্রতি 

আজ যত্নবান হই সবে।


শিমুল পারুল নাইবা ফুটুক 

তবু আজ সুখ বসন্ত কাল,

ভালোবাসার রঙ্গে রাঙ্গউক

সকলের দিন কাল।


পবিত্র আজ জুম্মার দিনে

পবিত্র শবেবরাত,

চলুন কালেমা নামাজ ইবাদতে

আজ কাটুক মোদের রাত।


অধম কালাম কাব্যিক মনে 

ভালোবাসার কাব্য রচে চলি,

মোদের ভালোবাসে সুখে রেখ 

আল্লাহ তোমায় বিনয় করে বলি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর