ফুটলো না আজ শিমুল পারুল
মোঃ আবুল কালাম আজাদ
তারিখ:- ১৫/০২/২০২৫ খ্রিঃ
ফুটলো না আজ শিমুল পারুল
শ্যামল সোনার বাংলার বনে,
তবুও বসন্ত উঁকি দিচ্ছে
আজ প্রাণ প্রকৃতির টানে।
ডাকছে না আজ দুষ্টু কোকিল
মিষ্টি মধুর কুহু সুরে,
তবুও বসন্ত এসে দাঁড়াল
আজ সবার দ্বারে দ্বারে।
এলো দিন মাস আর বছর ঘুরে
ঋতু রাজ বসন্ত,
শান্তি সুখের আলো যেন
জ্বলে আজ অনন্ত।
তাই বাসন্তী শুভেচ্ছা জানবেন
প্রিয় বন্ধুগন সবাই,
দিনহীন এই অধম নাদান কালাম
সবার কাছে পাঠাই।
আমি অধম নাদান কালাম
আল্লাহ শান্তি সুখ চাই,
বিনয় করে বলি আল্লাহ
শান্তি যেন পাই।