জেলায় জেলায় চলছে দেখি
মোঃ আবুল কালাম আজাদ
তারিখ:- ১৮/০২/২০২৫ খ্রিঃ
জেলায় জেলায় চলছে দেখি
জেলা সমাবেশ,
চাঙ্গা রাখতে আনসারদের মন
কর্মে শান্তির পরিবেশ।
নিরালস পরিশ্রম করে যাচ্ছেন
আজো বিজ্ঞ স্যারগন,
সংস্কার আর সুশৃংখল করতে
মুল বাহিনীর সংগঠন।
কৃতজ্ঞ আজ স্যারদের প্রতি
আমি অধম নাদান জন,
সকলের প্রতি দোয়া করি
আমি দিয়ে হৃদয় মন।
দেশ মা মাটি মানুষের সেবায়
সদা জাগ্রত মোরা,
দেশের সকল ক্লান্তি কালে
জীবন দিয়ে দেই সারা।
শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায়
সর্বত্রই আমরা,
এই মন্ত্রে দীক্ষিত আজ দোয়া
করবেন আপনারা।
আমি অধম নাদান কালাম
কাব্যিক মনে কাব্য রচে চলি,
শান্তি সুখে রেখ হে-আল্লাহ
তোমায় বিনয় করে বলি।