📈ভাই হারানোর কথা📉
এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
(সুত্রঃ প্রয়াতঃ জাহাঙ্গীর আলম মোল্লা ও
প্রয়াতব রবিউল ইসলাম অনুজদ্বয়'কে উৎসর্গীত)
ভাই হারিয়েছো কি? ভাই!
যে কিনা ছায়া সঙ্গী জীবনে,
ভাইয়ের বিকল্প জগতে নাই-
যতই মুল্য দিয়ে খোঁজনা ভূবনে...
পাশে থাকে ছায়ার মত-
যদি পরো কভুও বিপদে-আপদে,
সইবে যত দুঃখ-কষ্ট অবিরত-
রাখতে যে তোমায় নিরাপদ !
ভাই'র কষ্ট কি অনুভব করেছো-
যদি না থাকে আদরের ভাই,
ভাই কে কি কভুও মেরেছো-
মারলে তোমার ক্ষমা'র যোগ্যতা নাই !
ভাই তো জীবনে প্রাণের অংশ-
যদিও সে না মানে বংশ নীতি,
রক্ষা করতে প্রয়োজন ভাই কে! বংশ-
ভাইয়ে ভাইয়ে যে বাড়ে সম্প্রীতি !
যদি যায় আদরের ভাই মারা-
থাকেনা হাত শক্তিশালী জীবনে,
সকল কিছু থাকতেও ভাই হয় সর্বহারা-
সুখ শান্তি থাকেনা অতৃপ্ত ভূবনে...
কোন কিছুতেই সুখ মেলেনা যে-
মেলে শুধু ভাইয়ের ভাই ডাকে,
আছে এমন প্রমান হাজারও কাজে-
পড়লে বুঝবে সেদিন ভাই হারানোর বাঁকে......
(রচনাকালঃ ১৯শে ফেব্রুয়ারি ২০০৮ ইং, ০৯:৪০_১০:০০
কচুগাড়ী(ইছাকের বাড়ী),ফৈলজানা,চাটমোহর,পাবনা)