ঢাকা | বঙ্গাব্দ

কবি মতিউর রহমান চৌধুরী গুরুতর অসুস্থঃ সকলের নিকট দোওয়া প্রার্থী

  • আপলোড তারিখঃ 04-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 137328 জন
কবি মতিউর রহমান চৌধুরী গুরুতর অসুস্থঃ সকলের নিকট দোওয়া প্রার্থী ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার চাটমোহর উপজেলার বিশিষ্ট কবি মতিউর রহমান চৌধুরী একজন জনপ্রিয় কবি। সদ্য সমাপ্ত একুশে বইমেলায় প্রকাশিত কাব্যগ্রন্থ অভিশপ্তের লেখক আ.ন.ম. মতিউর রহমান চৌধুরী গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।


মতিউর রহমান চৌধুরী নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। উনার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে আইসিইউতে এবং পরবর্তীতে ফুসফুসের সংক্রমনে শ্বাস নিতে না পারায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে।


লেখকের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। আ.ন.ম. মতিউর রহমান চৌধুরীর প্রথম কবিতার বই 'অন্ত:দৃষ্টির প্রেম' প্রকাশিত হয় ২০১৬ সালে একুশে বইমেলায়। 'অভিশপ্ত' তার দ্বিতীয় কবিতার বই।


২০২৬ সালে উনার উপন্যাস 'বেদনার মুক্ত কারাগার' প্রকাশ করার কথা রয়েছে। আ.ন.ম. মতিউর রহমান চৌধুরী চাটমোহরের স্বনামধন্য শিক্ষক মৃত. আনিসুর রহমান মাস্টারের সন্তান।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর