ঢাকা | বঙ্গাব্দ

🤍ভাবনা উজ্জীবিত হোক দেশপ্রেমে🤍 এস এম মনিরুজ্জামান আকাশ

  • আপলোড তারিখঃ 11-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 94906 জন
🤍ভাবনা উজ্জীবিত হোক দেশপ্রেমে🤍    এস এম মনিরুজ্জামান আকাশ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

🤍ভাবনা উজ্জীবিত হোক দেশপ্রেমে🤍


এস এম মনিরুজ্জামান আকাশ 

প্রভাষক-

সমাজবিজ্ঞান বিভাগ, 

প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,

চাটমোহর,পাবনা। 




ভাবুক আমি যে গীতি কবিতা ছন্দে-

ভাবুক আমি দুঃখ-বিষাদ ও আনন্দে,

ভাবুক আমি ভেবে আজ দেশের কথা-

কিভাবে চলছে এদেশ আছে কি মাথা!


সর্বনাশ হয়েছে আগেও হচ্ছে বৈকি-

চুপচাপ থেকে নয়ন মেলে যাই দেখি,

আগেও করেছি প্রতিবাদ দ্বীপ্তস্বরে-

এখনও করছি সমালোচনা বজ্রসুরে!


চাউল আনতে রোজই ফুরায় পান্তা-

আমি আর হতে চাই নাযে সর্ব জান্তা,

নায্য কথার এখন যে হয়না মুল্যায়ন-

লোকেরা এখন করেনা পরামর্শ গ্রহন!


পারলে তুলে মুখে খেতে সবই বোঝে-

রাজনীতি সচেতনতায় দল পদ খোঁজে, 

জ্ঞানীর চেয়েও বোঝে বেশি ভাবুক মন-

কখনো দেখেনি মন মেপে কতটা ওজন!


বাঁশের চেয়ে কঞ্চি যদি বেড়ে যায় বেশি-

কঞ্চির মতই সে আর চেনেনা প্রতিবেশী, 

আমার মত বেড়েছে অনেকেই এ সময়ে-

পরাজিত হওয়ার অভিজ্ঞতা যায়নি ছুঁয়ে।


ভাবুক আমি দেশ-দশের বেহাল অবস্থায়-

চেয়ে চেয়ে দেখছি অপরিপক্কতার বিজয়,

অভিজ্ঞতা অর্জন করতে প্রাণ যাচ্ছে ঝরে-

কে দেবো উত্তর দেখা হলে খোদার দরবারে!


চলো সবাই ভাবুক মনের ভাবনা প্রতিবাদে-

বিসর্জনে প্রাণ পথে নামি কাঁধ মিলিয়ে কাঁধে,

দেশপ্রেমে উজ্জীবিত সরব প্রান বিলাতে হবে-

তবেই দেশমাতৃকা ও তার সন্তানেরা সুখে রবে!


(তারিখঃ ১২ মার্চ ২০২৫ ঈশায়ী, বুধবার, রাতঃ ১২:২৫__০১:৫৫,মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ, 

কুয়াবাসী, চাটমোহর, পাবনা)


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর