ঢাকা | বঙ্গাব্দ

ঈদুল ফিতর উপলক্ষে সরদার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট টর্নামেন্ট আয়োজন

  • আপলোড তারিখঃ 17-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 72101 জন
ঈদুল ফিতর উপলক্ষে সরদার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট টর্নামেন্ট আয়োজন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরদার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ১২তম ডে- নাইট সর্টপিচ টুর্নামেন্ট-২০২৫ ক্রিকেটের আয়োজন করা হয়েছে।


বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শরীফ সর্দার বাড়ি সংলগ্ন একটি ক্রিকেট মাঠে ফরম বিতরণের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।


সরদার স্পোর্টিং ক্লাবের পরিচালনায় থাকা সদস্যরা জানান, বর্তমানে মাদক ও অনলাইন জুয়ায় যুব সমাজ আজ ধ্বংসের পথে। যুব সমাজকে মাদক মুক্ত করতে তাদের এই উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে যুব সমাজের সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্ব ও মেধাশক্তি বিকাশের সুযোগ মিলে এমন পত্যাশা থেকেই তাদের এই আয়োজন।


তারা আরো জানান, আসন্ন ঈদকে সামনে রেখে এই আয়োজনে থাকছে ১২ টি ক্রিকেট দল। প্রতিটি দলে থাকছে ১১ জন খেলোয়াড়। ঈদের তৃতীয় দিন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে একটি আকর্ষনীয় পুরস্কার ও আনন্দ ভোজনের খাসি ছাগল।


এদিকে সরদার স্পোর্টিং ক্লাবের এই টুর্নামেন্টকে ঘিরে চলছে ওই এলাকায় উৎসবের আমেজ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর