ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহী ডিবি পুলিশের ৬ সদস্য গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ 24-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 43421 জন
রাজশাহী ডিবি পুলিশের ৬ সদস্য গ্রেপ্তার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ ২৪ মার্চ দিবাগত রাত ০০.৩০-০৪টা পর্যন্ত বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ শাজাহানপুর থানাধীন খরনা ইউনিয়ন বীরগ্রাম নামকস্থানে অভিযান পরিচালনা করে ডিবি (আরএমপি) তে কর্মরত ৬ সদস্যকে গ্রেফতার করেছে।


গ্রেফতারকৃতরা হলেনঃ

ক। (বিপি-৮৫০৮১২৩৪১২) এসআই শাহীন মোহাম্মদ অনু ইসলাম।

খ। (বিপি-৯৫১৫১৭৮৭৮৭) কনস্টেবল রিপন মিয়া।

গ। (বিপি-৯৬১৫১৭৪৯০১) কনস্টেবল আবুল কালাম আজাদ।

ঘ। (বিপি-৯৩১১১৪২০০৩) কনস্টেবল মোঃ মাহবুর আলম।

ঙ। (বিপি-৯৩১২১৪৯০২২) কনস্টেবল মো: বাশির আলী ও

চ। সিভিল ড্রাইভার মোঃ মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।


এ সময় তাদের নিকট হতে দুই লক্ষ টাকা, ০১ টি ওয়াকিটকি, ০১ টি হ্যান্ডকাফ, ০৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


জানা যায়, বগুড়া জেলার ধুনট থানার দিগলকান্দি এলাকার রাব্বি (১৯) পিতা – সেলিম শেখ ও জাহাঙ্গীর(২৪) পিতা – মৃত শেরবান খাঁ উভয়ের গ্রাম – দিঘলকান্তি, থানা – ধুনট ,জেলা – বগুড়া নামক দুইজনকে আটক করে। এসময় নিজেদের ডিবি পরিচয় দিয়ে রাব্বি ও জাহাঙ্গীর এর সাথে সমঝোতার মাধ্যমে দুই লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেয়। পরবর্তীতে বিষয়টি রাব্বি ও জাহাঙ্গীরের পরিবার তাদের আত্মীয়-স্বজনদের জানায়।


অতঃপর এসআই শাহিনের নেতৃত্বে ডিবি টিমটি পালানোর সময় কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ এর টহল দলের ইনচার্জ সার্জেন্ট মো: মাসুদ রানা সঙ্গীয় ফোর্স ও অন্যান্য অফিসারের সহায়তায় তাদেরকে আটক করে।


প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায় যে, আরএমপি ডিবিতে কর্মরত কনস্টেবল ওহাব তাদের এই টিম কে জানান যে, তার বাড়ি ধুনট থানায় এবং তার বাড়ির পাশে রাব্বি ও জাহাঙ্গীর ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত। উক্ত সংবাদের ভিত্তিতে কর্তৃপক্ষকে অবহিত না করে অনৈতিক সুবিধা লাভের উদ্দেশ্যে উক্ত কার্যক্রম করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর