গত ২৯ ই মার্চ রোজ শনিবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত হাইমচর উপজেলার শিক্ষার্থীদের ছাত্র ও সমাজকল্যাণমূলক সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর। সংগঠনটি ২০০৮ সাল থেকে দীর্ঘ ১৭ বছর ধরে এই সংগঠন টি হাইমচর উপজেলার শিক্ষার্থী এবং সমাজকল্যাণে সততার সাথে কাজ করে আসছে।
প্রতি বছরের ন্যায় এবছরও পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বুয়েটে চান্সপ্রাপ্ত এবং ২০২৪ এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত হাইমচরের শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও ছাত্র-শিক্ষক, বিশিষ্টজনদের সন্মানে ইফতার অনুষ্ঠান শনিবার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নাজমুল আল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজার সাবেক সদস্য ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর প্রধান উপদেষ্টা এ জেড এম আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সংগঠনের উপদেষ্টা মো: মাহবুব-উল-আলম এবং প্রাক্তন মহাহিসাব নিয়ন্ত্রক ও সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল মান্নান শিকদার, হাইমচর মহাবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোখলেসুর রহমান মুকুল, নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুকুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম খলিল শামীম, ফেনীর সোনাগাজী উপজেলা কৃষি অফিসার মোঃ মাইনউদ্দিন আহমেদ সোহাগ, নির্বাহী পরিষদ সদস্য মোঃ জিল্লুর রহমান জুয়েল, সংগঠনের সাবেক সাধারন সম্পাদক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নুরে আলম, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ও সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম ও সাবেক সভাপতি সরদার মোহাম্মদ সোহেল।
এছাড়াও বক্তব্য রাখেন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর সাবেক সহ-সভাপতি মওদুদ হাসান, সাবেক সভাপতি বুলবুল ইসমাইল, মো: এনামুল হক, সাবেক সহ-সভাপতি আবু সায়েম ও ফারুকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর সাবেক বর্তমান সদস্য ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাইমচরের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদেরকে সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।