গতকাল ৩১ মার্চ'২০২৫ দিবাগত রাত সাড়ে দশটার দিকে বীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জগদল হাটপুকুর এলাকার চিহ্নিত চোর, ডাকাত ও ছিনতাইকারী রফিকুল, জামাল, জাম্বু, শরিফ, বাবুল চোর ও ডাকাত ছাবেদ আলীর বাড়িঘর দোকানপাটে ব্যাপক ভাংচুর এবং অগ্নি সংযোগ করেছে অতিষ্ঠ বিক্ষুব্ধ এলাকাবাসি।
স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে পৌরশহর এবং আশপাশে উল্লেখিত চোর ও ছিনতাইকারীরা যত্রতত্র অনেক বাড়িতে চুরি, রাস্তা ঘাটে ছিনতাই, জিম্মি করে টাকা আদায় অব্যাহত রেখেছে, বিষয়টি সকলে অবগত ফলে এলাকাবাসী চরম অতিষ্ঠ ও ক্ষুব্ধ, কোন কিছু বুঝে উঠতে না উঠতেই হাজার হাজার জনতা ঐক্যবদ্ধ ও সংগঠিত হয়ে অপরাধীদের বাড়িঘর গুড়িয়ে ও পুড়িয়ে দেয়।
বুঝতে পেরে চোর ছিনতাইকারীরা বাড়ি হতে পালিয়ে যায়। ভয়াবহ পরিস্থিতি সামাল দিয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেন, গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আইন নিজের হাতে তুলে নিয়ে এমন তান্ডব অনাকাঙ্ক্ষিত মনে করেন বিশিষ্ট জনেরা কিন্তু অতিষ্ঠ জনতা জাহাঙ্গীর, লাল মিয়া, তাইজুদ্দিন (সাবেক কাউন্সিলর) সাবিনা ইয়াসমিন (সাবেক কাউন্সিলর) কালাম মাষ্টার, নাজির হোসেন, সবুজ মিয়া, কামাল হোসেনসহ এলাকাবাসী জানান তাদের অত্যাচারে সবাই এত ক্ষুব্ধ, বর্ননাতিত, তাই এমন বিস্ফোরণ ঘটেছে, জনগন আইন হাতে তুলে নিতে বাধ্য হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনা স্বীকার করে বলেন পুলিশ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত, সারারাত পুলিশ মোতায়েন ছিল এখনো কড়া নজরদারি অব্যাহত রয়েছে।