ঢাকা | বঙ্গাব্দ

শিবপুরে আদম ব্যাপারীর খ্প্পড়ে পড়ে একটি পরিবার নিঃস্ব দেখার কেউ নেই

  • আপলোড তারিখঃ 01-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 20092 জন
শিবপুরে আদম ব্যাপারীর খ্প্পড়ে পড়ে একটি পরিবার নিঃস্ব দেখার কেউ নেই ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের খালপাড় নিবাসী আক্তার হোসেন ফকির, পেশায় একজন ক্ষুদে ব্যাবসায়ী, তার ছেলে শফিকুল ইসলাম ফকির (২৪)


কে বিদেশে পাঠানোর জন্য এক ই এলাকার আদম ব্যাপারীইমরান প্রধান(২৮)পিতা:মোস্তফা প্রধান, সাং দুলালপুর খালপাড়, শিবপুর, নরসিংদী।


গত নয় মাস আগে উক্ত আদম ব্যাপারী ইমরান তিন লাখ আশি হাজার টাকা নিয়ে আক্তার ফকিরের ছেলে 


শফিকুলকে ওমানে রেস্টুরেন্ট ভিসার কথা বলে ওমান পাঠায়।আজ অবধি কোন কাজ না দিয়ে তাকে আটকিয়ে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে।


এ বিষয় তার ছেলের সাথে যোগাযোগ করলে সেবি বিস্তারিত নির্যাতনের বর্ণনা দেয়।ভুক্তভোগী র পরিবার এ পর্যন্ত প্রায় আশি হাজার টাকা ওমানে পাঠায়।


এ বিষয়ে আদম ইমরান প্রধান কে অনেক বার জিজ্ঞেস করলে, সে কোন প্রকার গুরুত্ব না দিয়ে সময়ক্ষেপন করতে থাকে।


গত ৫/৫/২৪ইং তার বাড়িতে গেলে, উক্ত আদম ইমরান তার ছেলেকে কোন প্রকার কাজ দিবে না বলে জানায়।


এই কথার প্রতিবাদ করলে আদম ইমরান ভুক্তভোগী র পিতা আক্তার ফকিরকে মারতে আসে। এবং ওমানে তার ছেলেকে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে।


উক্ত বিষয় টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ ও চেয়ারম্যান কে বিষয় টি অবগত করা হয়।


পরবর্তী তে শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন, আক্তার হোসেন ফকির যার নং-১০৫৫/২৪ তাং২০/৫/২৪ইং


এ বিষয়ে তদন্তের দায়িত্ব পড়ে, দারোগা নুরুল ইসলামের উপর।কোন সুরাহা না হ ওয়ায় পরবর্তী তে দারোগা মমতাজ উদ্দিন এর উপর দায়িত্ব পড়ে।


এ বিষয়ে ৩০ইং মার্চ রবিবার টেলিফোনে তার কাছে জানতে চাইলে, তিনি জানান,বেশ কিছুদিন যাবৎ আদম ব্যাপারী ইমরানের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায় নি। তিনি ঢাকায় থাকেন বলে জানান।


তাকে ধরার চেষ্টা চলছে। স্থানীয় ভাবে শালিসবিচার ডাকলে পূর্ণ সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।


এ ব্যাপারে অসহায় নিঃস্ব পিতা আক্তার হোসেন ফকির জানান, আমার ছেলে শফিকুল কে উদ্ধারে কোন প্রকার অগ্ৰগতি না হ ওয়ায় আমি এবং আমার পরিবার 


আতঙ্কে র মধ্যে দিনাতিপাত করছি।আমি আদম ব্যাপারী ইমরান প্রধানের বিচার চাই, এবং আমার ছেলেকে উদ্ধার সহ যাবতীয় অর্থ ফেরত চাই


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর