রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশে পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন।সে হিসেবে
ভোলা মনপুরা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকালে মনপুরার হাজীরহাট বাজারে একটি মিলোনায়তনে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবগঠিত এ কমিটিতে বাংলাদেশ বানি'র মহিব্বুল্যাহ ইলিয়াছ ( সভাপতি ), ক্রাইম বাংলা নিউজ এর লোকমান খান ( সাধারণ সম্পাদক ) দৈনিক দেশের কন্ঠ এর মিজানুর রহমান ( সাংগঠনিক সম্পাদক ), বরিশাল প্রতিদিন ও সকালের শিরোনাম এর মোহাম্মদ মেহেদী হাসান ( কোষাধ্যক্ষ ) নির্বাচিত করা হয়েছে।
এছাড়া সময়ের আলো এর রাকিবুল হাসান ও রিয়াজ উদ্দিনকে সহ-সভাপতি, দেশ প্রতিদিন এর বনি আমিনকে সহ-সাধারণ সম্পাদক, ডেইলি এক্সপ্রেস এর আঃ ছালামকে সহ-সাংঠনিক সম্পাদক, সংবাদ সকাল এর খাইরুল বাশারকে দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন স্বাধীন বিডি ২৪ এর সাদ্দাম হোসেন, বরিশাল প্রথম আলো এর আল-আমীন মুন্না,জাতীয় অর্থনীতি এর আল-আমীন , খবর বাংলাদেশ এর শাহিন,সংবাদ সকাল এর সাদ্দাম ও স্বাধীন ৭১ এর মাসুদ ।
এর আগে কমিটি গঠন নিয়ে বাংলাদেশ বানীর মহিব্বুল্যাহ (ইলিয়াছ) এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক লোকমান খান ,মিজানুর রহমান , মোহাম্মদ মেহেদী হাসান ,রিয়াজ উদ্দিনসহ,অন্যান্যরা।
পরে সর্বসম্মতিক্রমে মনপুরা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
নবগঠিত এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে ( ঢাকা ওয়াচ ২৪) এর সম্পাদক শাহাদাত সজীব,শাহজালাল আল-আমীনসহ সব পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।