নরসিংদীর শিবপুর উপজেলার সদরে ১৮ইং মঙ্গলবারমাছ বাজার পরিদর্ন করলেন শিবপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম।
এ সময় নেপাল বর্মন (৩৫) পিতা মনীন্দ্র চন্দ্র বর্মন, গ্রাম- আড়ালী, চক্রধা ( পৌরসভা)র মাছের দোকানে ৮ কেজি বড় চিংড়ি মাছ বিক্রয়ের জন্য প্রদর্শিত অবস্থায় মাছ পরীক্ষা করে মাছের মাথায় জেল পাওযা যায়। চিংড়ির মাথায় জেল থাকার কারনে ঐ মাছ বিক্রয় না করার জন্য নির্দেশ দেই।
এবং তাৎক্ষণিক মাছ বাজার থেকে সরিয়ে নেয়ার ব্যবস্খা করানো হয়। এই মাছ ফেরত দেবার জন্য বলি। কোনো অবস্থায় বাজারে বিক্রয় না করার জন্য করা নির্দেশনা প্রদান করা হয়।আড়ৎ -এ ফেরত পাঠানোর উদ্দেশ্যে আড়ৎ মালিকরা জানুক যে চিংড়ির মাথায় জেল দেয়া যাবে কিন্তু বাজারে বিক্রয় করা যাবে না।
ভোক্তার প্রতি বিশেষভাবে পরামর্শ, চিংড়ি মাছ কেনার সময় অবশ্যই মাথায় জেল আছে কিনা পরখ করে কিনবেন। আপনার সচেতনতাই পারে খাদ্যে ভেজাল মুক্ত বাংলাদেশ নিশ্চিত ভূমিকা রাখতে । তাই আসুন আমরা খাদ্য ভেজাল মুক্ত করতে সর্বদা খাবার কিনার সময় সচেতন থাকি।