ঢাকা | বঙ্গাব্দ

শুদ্ধাচার পুরস্কার পেলেন ইউএনও মোহাম্মদ মহিউদ্দিন

  • আপলোড তারিখঃ 05-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 452657 জন
শুদ্ধাচার পুরস্কার পেলেন ইউএনও  মোহাম্মদ মহিউদ্দিন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

২০২৩ - ২৪   রাঙামাটি জেলায়  জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন কাপ্তাই  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। সোনার বাংলা গড়ার প্রত্যয়, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়‌নে গুরুত্বপূর্ণ অবদান রাখা ও পেশাগত দক্ষতাসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে রাঙামাটির কাপ্তাই  উপজেলার  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

বৃহস্পতিবার( ৪ জুলাই)  সকা‌লে রাঙামা‌টি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে   জাতীয় শুদ্ধাচার পুরস্কার (২০২৩-২০২৪) এ শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে তা‌ঁর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন  রাঙামা‌টি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রট মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এসময় জেলা প্রশাসনের  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন আক্তার,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা খাতুন সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও রাঙামাটি জেলার সকল  উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন  বলেন, শুদ্ধাচার পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত ও উৎসাহ‌বোধ কর‌ছি। আমার ভবিষ্যত কর্মময় জীবনে এ পুরস্কার পথ নির্দেশক হিসেবে কাজ করবে। এই পুরস্কা‌রের জন্য আমাকে ম‌নোনীত করায় মাননীয় জেলা প্রশাসক ম‌হোদয়সহ সং‌শ্লিষ্ট সক‌লের প্র‌তি কৃতজ্ঞতা জ্ঞাপন কর‌ছি।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর