ঢাকা | বঙ্গাব্দ

বেতার শ্রোতা মহলে সুপরিচিত ও প্রশংসিত বেতার শ্রোতা শাহাদাত মেম্বারের ৪৭ তম জন্মদিন

  • আপলোড তারিখঃ 05-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 452422 জন
বেতার শ্রোতা মহলে সুপরিচিত ও প্রশংসিত বেতার শ্রোতা শাহাদাত মেম্বারের ৪৭ তম জন্মদিন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বাংলাদেশ বেতার শ্রোতাদের প্রানের স্পন্দন একজন ভক্ত প্রান সুপরিচিত বেতার শ্রোতা, ভাকুর্তা, সাভার, ঢাকার শাহাদাত মেম্বার যিনি প্রতিষ্ঠাতা সভাপতি চড়ুইভাতি বেতার শ্রোতা ক্লাব আজ তার ৪৭ তম শুভ জন্মদিন। তার সাথে আলাপচারিতা অকপটে বললেন এই বেতার শ্রোতা।

আজকের এই দিনেই আল্লাহর অশেষ মেহেরবানীতে ১৯৭৭ সালে পৃথিবীতে আমার আগমন। শুকরিয়া এবং কৃতজ্ঞতা আমার গর্ভধারিণী মাতা ও পিতার কাছে।

বাল্যকাল থেকে খুবই পরিশ্রমী একজন মানুষ হিসেবে  এ পর্যন্ত নিজের ভাগ্য নিয়ে খুব গর্ববোধ করেন তিনি । ছোটখাটো ২/৪ টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শতকরা ৯৫% কাজে তিনি সাকসেসফুল। ছোটবেলায় ছাত্র হিসেবে তেমন ভাল না হলে ও একদম খারাপ ও ছিলেননা।  প্রাইমারী ও হাইস্কুলে রোল ৬/৭ সব সময় ছিল।

এস.এস.সিতে বিজ্ঞান বিভাগে ২য় স্থানে উত্তীর্ণ হই। প্রলয়ংকারী এক ঘূর্ণিঝড়ে এইচ.এস.সিতে অকৃতকার্য হয়ে বিদেশে প্রবাস জীবনে পাড়ি দেন। নিজস্ব তেমন কুটিল বুদ্ধি না থাকলে ও টাকা দিয়ে বুদ্ধি কিনে অঢেল টাকা রোজগার করেন তিনি।

সব প্রতিকুলতা পাড় হয়ে বর্তমানে খুব ভাল আছেন। দুই কন্যা সন্তানের জনক এই জনপ্রিয় বেতার শ্রোতা। স্ত্রী ও মেয়েদেরকে নিয়ে খুব ভাল দিন কাটছে তার। সারা বাংলাদেশের ৬০ জন বেতার শ্রোতা নিয়ে একটি বেতার শ্রোতা বন্ধন নামে একটি সংগঠন করেছেন এই মহৎপ্রাণ বেতার শ্রোতা শাহাদাত মেম্বার। 

"চড়ুইভাতি বেতার শ্রোতা ক্লাব” এ সংগঠনের অনেকের সাথে এখনো তার সাক্ষাৎ হয়নি। অচেনা, অজানা একজন লোক হয়ে ও প্রতি মাসে ৬০ জন লোক ৬০ হাজার টাকা তার একাউন্টে পাঠাচ্ছে বলে তিনি বলেন। বর্তমানে প্রায় ৩২ লক্ষ টাকার উপরে ক্যাশ আছে সংগঠনের হিসাবে। তিনি নিজেকে খুব গর্ব বোধ করেন এই জন্য।

বাংলাদের বিভিন্ন জেলা থেকে শ্রোতারা তার একাউন্টে অন্ধ বিশ্বাসে টাকা পাঠাচ্ছে। কৃতজ্ঞতা সকল শ্রোতা বন্ধুদের নিকট!  জন্মদিন উপলক্ষে দেশের সকল বেতার শ্রোতা বন্ধদেরকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বেতার শ্রোতা শাহাদাত মেম্বার।

তিনি বর্তমানে বৃটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। চড়ুইভাতি বেতার শ্রোতা ক্লাব নামক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন, সাবেক ইউ.পি সদস্য এই বেতার শ্রোতা সম্পর্কে আরও জানা যায়, তিনি গত বছর ইসলামী অনুশাসন মেনে ২০২৩ সালের নভেম্বর মাসের ১৯ তারিখে পবিত্র ওমরা পালন করেছেন।

আলহাজ্ব শাহাদাত মেম্বার এর ৪৭ তম জন্মদিন উপলক্ষে স্বাধীন বাংলা বেতার শ্রোতা সংসদ, হালিমপুর বাজার, চাটমোহর, পাবনা থেকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ। 

স্বাধীন ৭১ এর পক্ষ থেকেও এই বেতার অন্তপ্রান শ্রোতার ৪৭ তম জন্মদিবসে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর