ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সাংবাদিক সাগর চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাগর চৌধুরীকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। এতে সাংবাদিক সাগর চৌধুরীর মাথায় গুরুতর রক্তাক্ত ও জখম হয়েছে।
সাংবাদিক সাগর চৌধুরী বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য।
আহত সাংবাদিক সাগর চৌধুরী অভিযোগ করে সাংবাদিকদের বলেন,নিজের জমিতে গাছ রোপন করেছিলেন তিনি কিন্তু তারই আপন চাচা রিয়াজ ও আমজাদ হোসেন ওরফে নাগর জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় হামলাকারীরা হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন, আহত সাংবাদিক সাগর চৌধুরী।
সাংবাদিক সাগর চৌধুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ জব্বারুল ইসলাম জানান, বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে এবং বোরহানউদ্দিন থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।