ঢাকা ০৪:৫৩:৫২ পিএম | ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় কোটা আন্দোলনকারীদের কর্মসূচী পালন

  • আপলোড তারিখঃ 01-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 450947 জন
ভোলায় কোটা আন্দোলনকারীদের কর্মসূচী পালন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীদের স্মরণে ভোলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালিত হয়েছে। 


কেন্দ্র ঘোষিত কর্মসূচী সফলে বিভিন্ন প্ল্যাকার্ড, স্লোগান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) পূর্বঘোষিত কর্মসূচী সফলে দুপুর ১২টায় প্রচন্ড বৃষ্টির মধ্যে শিক্ষার্থীরা ভোলা-ইলিশা সড়কে জড়ো হয়ে মিছিলে অংশ নেন।


এসময় মিছিলে শিক্ষার্থীরা আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, লাশের হিসাব কে দেবে, কোন কোটায় দাফন হবে?; তোর কোটা তুই নে, আমার ভাইকে ফেরত দে ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 


এসময় তাদের হাতে ‘স্টপ ডিকটরশিপ, উই ওয়ান্ট জাস্টিস অফ জেনোসাইড, এই ফাল্গুনেই আমরা দ্বিগুণ হচ্ছি তবে জেলখানায় নয় রাজপথে, সেইভ বাংলাদেশী স্টুডেন্টস সহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। পাশাপাশি গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি থাকলেও তা বৃষ্টির কারণে বাস্তবায়ন করতে পারেননি বলে জানিয়েছে শিক্ষার্থীরা।


মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইসরাফিল হোসেন জাবির বলেন , রোদ-ঝড়-বৃষ্টি যে আমাদের আটকে রাখতে পারবে না তা আজকের কর্মসূচি সফল করার মাধ্যমে প্রমাণ করেছি। এক মাসেরও বেশি সময় ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম কিন্তু সরকার আমাদের উপর হামলা মামলা দিয়ে আমাদের দমানোর চেষ্টা করলো। আমাদের পেছনে ফেরার পথ বন্ধ করে দিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও জানান সমন্বয়ক।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর