ঢাকা | বঙ্গাব্দ

খুলনার শিববাড়ি চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা ও মন্দির ভাঙচুরের কারণে বিক্ষোভ সমাবেশ করেন

  • আপলোড তারিখঃ 12-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 425113 জন
খুলনার শিববাড়ি চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা ও মন্দির ভাঙচুরের কারণে বিক্ষোভ সমাবেশ করেন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

খুলনা নগরীর শিববাড়ি চত্বরে সনাতন ধর্মলম্বীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে একত্রিত হয়ে বিকাল ৩ টায় বিক্ষোভ সমাবেশ করেন। তারা জানান বিভিন্ন স্থানে তাদের ওপরে হামলা ও তাদের ধর্মীয় উপাসনলয় অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটছে যার ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে  সেজন্য   তারা এ বিক্ষোভ সমাবেশের ডাক দেন এবং  ৮ টি দফা দাবি করেন।


তারা বলেন তাদের ৮ দফা  পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন তারা বলেন  আমরা সকলেই এদেশের নাগরিক।এদেশে আমাদেরও বসবাসের অধিকার রয়েছে নিরাপত্তার অধিকার রয়েছে  তারা তাদের নিরাপত্তা চাই তাদের উপাসনালয়ের নিরাপত্তা চাই।


তাদের হাতে থাকা বিভিন্ন প্লাকাডে  লেখা ছিল  হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে থাকতে চাই,অধিকার হোক সমান সমান,আমার মন্দির ভাঙল কেন আমার মন্দিরে আগুন কেন, আমার রাষ্ট্র আমার বাড়ি দেখাইও না বাহাদুরি,এছাড়া বিভিন্ন রকম স্লোগান তারা দিতে থাকে উক্ত সমাবেশে স্থানীয় বেশ কিছু সনাতন ধর্মাবলম্বীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর