ঢাকা | বঙ্গাব্দ

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্তে ‘আসল রহস্য’ উন্মোচিত হবে: বিএনপি

  • আপলোড তারিখঃ 03-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 394719 জন
বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্তে ‘আসল রহস্য’ উন্মোচিত হবে: বিএনপি ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত, প্রথম আলো
LaraTemplate

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়, সেপ্টেম্বর

বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ডের পুনঃ তদন্তেআসল রহস্যউন্মোচিত হবে বলে মনে করছে বিএনপি। দলটি আশা করে অন্তর্বর্তী সরকার নির্মোহভাবে নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবে এবং দ্রুত বিচার শুরু করবে।

আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ন্যায়বিচারপ্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে বলে গতকাল সোমবার জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।

সংবাদ সম্মেলনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘১৯৭১ সালে আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কয়েকজন অফিসার মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিলামআমাদের সৃষ্ট এই সেনাবাহিনী জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করেছিল প্রতিটি আন্দোলনে-সংগ্রামে জনগণের সাথি হয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিল। কিন্তু সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই প্রাথমিক পদক্ষেপ হলো এই বিডিআর হত্যাকাণ্ড।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর