ঢাকা ১২:৪৭:৫০ এএম | ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তোফাজ্জল এর বড় ভাইয়ের কাছে সহকর্মীর চিঠি কত বেদনার, কত মানবেতর এই চিঠি

  • আপলোড তারিখঃ 20-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 399884 জন
তোফাজ্জল এর বড় ভাইয়ের কাছে সহকর্মীর চিঠি কত বেদনার, কত মানবেতর এই চিঠি ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ক্যাম্পাস ফ্যাসিস্ট নাম পরিবর্তন করে সমন্বয়ক হয়েছে, রূপ অপরিবর্তিত,ছাত্রলীগের জালাল মিয়া এখন এফ এইচ হলের সমন্বয়ক।হাতে লাঠি নিয়ে যে আছে তার নাম মোঃ জালাল সে ছাত্রলীগের বিজ্ঞান প্রযুক্তি উপসম্পাদক গতকাল একজন ভবেঘুরে মানুষ কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগ এখনো আগের রুপে ঢাবিতে সক্রিয় শুধু নাম পরিবর্তন করে সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক হয়েছে।



এ আওয়ামী স্বৈরাচারীর ধূসরদের শেষ কোথায় তোফাজ্জল এর বড় ভাইয়ের কাছে সহকর্মীর চিঠি কত বেদনার, কত মানবেতর এই চিঠি প্রিয় নাসির। 


আশা করি বাবা মাকে নিয়ে পরম করুনাময় আল্লাহর কাছে ভালো আছো জীবনের ভাল মন্দ সবকিছুই শেয়ার করতি। এই যেমন তোর বিয়ে করা, বাচ্চা হওয়া থেকে শুরু করে তোর বাবার রোড এক্সিডেন্টে মারা যাওয়ার কথা, তোর মায়ের অসুস্থতা এবং তার মারা যাওয়ার কথা।


তোর ভাই তোফাজ্জলকে তোর সাথে পিরোজপুর এনে তোর সাথে রাখা তার মটর সাইকেলে করে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক এবং তাকে না পেয়ে তার কিছুটা উচ্ছৃঙ্খল হয়ে ওঠার কথা।


একপর্যায়ে তাকে সংশোধন এবং সুস্থ করে তোলার জন্য কত চেষ্টা, কত পরিশ্রম, কত অর্থব্যয় করেছিস কিন্তু ভাইকে সুস্থ করার চেষ্টা, টেনশন আর নিজের পেশার প্রচন্ড চাপে নিজেই অসুস্থ হয়ে পড়লি। ধরা পড়লো লিভার ক্যান্সার পরিবার সহ সহকর্মীরা মিলে শত চেষ্টা করেও তোকে বাচাতে পারলাম না।


চলে গেলি আমাদের ছেড়ে পরম করুনাময় আল্লাহর কাছে। কিন্তু সুস্থ্য করে রেখে যেতে পারলিনা তোর প্রিয় ছোট ভাই তোফাজ্জলকে কতই না চিন্তা করেছিস তাকে নিয়ে। তাই এই পৃথিবী হয়তো মনে করে একটা অসুস্থ ছেলে যার বাবা, মা, বড় ভাই কেউই নাই তার আর এই পৃথিবীতে থেকে কি লাভ তাই তাকেও তোদের কাছে পাঠিয়ে দিয়েছে।সবাই যাতে একসাথে থাকতে পারো তুই জেনে খুশি হবি যে, তোদের কাছে পাঠানোর আগে তোফাজ্জলকে কিন্তু পেট ভরে ভাত খাওয়ানো হয়েছিল।ভাল থাকিস মা, বাবা এবং ছোট ভাই তোফাজ্জলকে নিয়ে ক্ষমা করিস আমাদের।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর