ঢাকা | বঙ্গাব্দ

বায়তুল মোকারমে খতিব রুহুল আমিনের নামাজ পড়ানো কেন্দ্র করে গন্ডগল, হামলা

  • আপলোড তারিখঃ 20-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 372791 জন
বায়তুল মোকারমে খতিব রুহুল আমিনের নামাজ পড়ানো কেন্দ্র করে গন্ডগল, হামলা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

জানা গেছে  গোপালগঞ্জের রুহুল আমিন, যিনি বায়তুল মোকারমের খতিব আজ মসজিদে এলে উপস্থিত মুসল্লীরা আপত্তি জানান, তারা রহুল আমিনকে নামাজ না পড়াতে অনুরোধ করেন।


এসময় রুহুল আমিনের সমর্থকরা মুসল্লীদের উপর হামলা ও মসজিদে ভাংচুর করে জানালার কাচ ভেঙ্গে ফেলে পরবর্তীতে সাধারন মুসল্লীদের বাধায় রুহুল আমিন দলবল নিয়ে মসজিদ ত্যাগ করে দেশের জাতীয় মসজিদের এই ধরনের কার্যক্রম ন্যাক্কারজনক ও নিন্দনীয়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর